Financial Adviser
Verified Since 29 Dec 2024
Based in Basabo
About MD. Fuad HOSSAIN
Broad areas of advice offered
Case studies
একজন মহিলা করদাতার বয়স ৬০ বছর। উনি বাড়ি ভাড়া পান বছরে ৫,৭৬,০০০। এর থেকে ২৫% রক্ষনাবেক্ষন খরচ বাদ দিলে থাকে ৪,৩২,০০০। উনি ২৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র থেকে পেয়েছেন ২,৪১,৮০০ যার মধ্যে থেকে আগে ২২,১৩৩ টাকা উৎস কর কেটে রেখেছে । মহিলা কর দাতার করমুক্ত সীমা ৪ লক্ষ । তাহলে উনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে?
তিনি আমাদের রিমোট পরামর্শ পেয়ে খুব খুশি।
জোবায়ের আহমেদ তার পৈত্রিক দুই কোটি টাকার সম্পত্তি বিক্রি করেছেন. তিনি জানতে চাচ্ছেন ওয়ারিশ সম্পত্তি বিক্রয় লব্ধ অর্থ এর উপর কি আয়কর ট্যাক্স দিতে হবে, দিলে কত পারসেন্ট এবং উক্ত অর্থ কে কর মুক্ত করার কোন উপায় আছে কি? প্রাথমিক টেলিফোন পরামর্শের পর তিনি এডভাইজার এর সাথে মুখোমুখি বৈঠক করতে চান।
আমি জানুয়ারী তে মোহাম্মদপুর এরিয়ার ভিতরে একটা অ্যাপারেল শপ নিয়েছি। কিন্তু নন কমার্শিয়াল এড্রেস হওয়াতে ট্রেড লাইসেন্স শপ এড্রেসে করা সম্ভব নয়। এর মধ্যে একজন ভ্যাট কর্মকর্তা পরিচয়ে আমার শপ এ এসে একটি চিঠি দিয়ে গেছে আগামী ১০ দিনের মধ্যে ট্রেড লাইসেন্স, ভ্যাট এর কাগজ দিতে না পারলে জরিমানা করবে। পরবর্তীতে আমাকে ফোন করে তার সাথে দেখা করে বেপারটা মিটমাট করার অফার করেছে।
এখন কী আমার তার সাথে দেখা করে মিটমাট করা ছাড়া লিগ্যাল ওয়ে তে সব কাগজপত্র ঠিক করে শপ চালানো সম্ভব? আমি চাই লিগ্যাল ভাবেই আমার শপ চালাতে।
আমি রিমন মনোয়ার। আমার ব্যাবসা প্রতিষ্ঠানের নামে VAT সার্টিফিকেট আছে, এখন ব্যবসার ধরন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছি।এখন কি পূর্বের VAT সার্টিফিকেট সংশোধন করা যাবে? নাকি নতুন করে VAT সার্টিফিকেট করতে হবে?
এখন কি পূর্বের VAT সার্টিফিকেট সংশোধন করা যাবে? নাকি নতুন করে VAT সার্টিফিকেট করতে হবে?
আমি একজনের জমি বন্ধক রেখেছি স্টামে দাগ নং উল্লেখ আছে ।জমির মালিক জমি অন্য লোকের কাছে জমি বিক্রি করছে ।আমার টাকা ফেরত দিতে চাচ্ছে না। আমি কি রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি রেজিস্ট্রি বাধা দিতে পারবো। স্টাম ১০০ টাকার।
Company details of MD. Fuad HOSSAIN
Areas covered
Motijheel, Baridhara, Badda, Ramna, Wari, Lalbagh, Farmgate, Jatrabari, Tejgaon, Khilgaon, Basabo, Rampura, Pallabi, Malibagh, Shantinagar, Azimpur, Karwan Bazar, Niketon, Mirpur DOHS, Merul Badda, Shyamoli, Mohammadpur Housing, Mohakhali, Elephant Road, Kakrail,
View Details